লক্ষ্মীপুরে ভাঙচুরের বর্জ্য পরিষ্কার করছে শিক্ষার্থীরা
শিক্ষার্থী-জনতার অভ্যুত্থানের মুখে স্বৈরাচার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার খবরে লক্ষ্মীপুরে বিজয় মিছিল নিয়ে রাস্তায় নামে জনগণ। এ সময় জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের বিভিন্ন স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধ জনতা। একপর্যায়ে শহরের অনেকগুলো পয়েন্টে ধ্বংসযজ্ঞ হয়। সেই ধ্বংসস্তূপ পরিষ্কার করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
আজ বুধবার (৭ আগস্ট) সকালে স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন অ্যান্ড ক্লিন’ সেই ধ্বংসস্তূপগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
শিক্ষার্থীরা মুখে মাস্ক পরে, হাতে বস্তা, ঝাড়ু ও বেলচা নিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে নেমে পড়ে।
স্বেচ্ছাসেবী সজীব হোসেন বলেন, ‘শহীদের রক্তে ভরপুর, পরিচ্ছন্ন থাকুক লক্ষ্মীপুর’, এ স্লোগানে আমরা আমাদের শহরকে পরিচ্ছন্ন করতে নেমেছি। যদি কোথাও কেউ আবার ধ্বংসস্তূপ সৃষ্টির চেষ্টা করে তাহলে তাদের শক্ত হাতে দমন করা হবে।
এ সময় শিক্ষার্থীরা মাইকিং করে জনসাধারণকে সচেতন থাকার জন্য আহ্বান জানান। কেউ যেন অতি উৎসাহী হয়ে ভাঙচুর, হামলা, লুটপাট না করে সেদিকে সবাইকে সর্তক থাকার জন্যও অনুরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।