আবু সাঈদের কথা বলতে গিয়ে কাঁদলেন ড. ইউনূস
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিতে যাওয়া নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের কথা বলতে গিয়ে কেঁদেছেন। আজ বৃহস্পতিবার (৮ আগস্ট) ঢাকার হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. ইউনূস আবু সাঈদের বিষয়ে বলতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। সে অবিশ্বাস্য এক সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছে এবং তারপর থেকে কোনো যুবক আর হার মানেনি। তারা সামনে এগিয়ে গিয়েছে। যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। এ কারণে সারা বাংলাদেশজুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে বাংলাদেশ এই দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করল।’