নোয়াখালীতে ডাকাতি করতে গিয়ে আটকের পর তিনজনকে গণধোলাই
নোয়াখালীর চাটখিলে ডাকাতি করতে গিয়ে তিনজনকে আটক করে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। এ সময় তাদেরকে মুমূর্ষু অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদের কাছ থেকে কিছু দেশীয় অস্ত্র, মদ ও সিগারেট উদ্ধার করেছে এলাকাবাসী। আটকদেরকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে।
আহতরা হলেন মামুন (৪০), রাকিব (৩২) ও অজ্ঞাত একজন।
এলাকাবাসী জানায়, রাতে ডাকাতি শেষে আজ ভোররাতে দুটি মোটরসাইকেলযোগে ৬ জনের একদল ডাকাত চাটখিল-সোনাইমুড়ি হয়ে আসার পথে আমকি বাজার এলে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় এলাকাবাসী ডাকাত সন্দেহে তাদেরকে গণপিটুনি দেয়। তাদের দেহ তল্লাশি করে এলাকাবাসী কিছু অস্ত্র, মদ ও সিগারেট উদ্ধার করে। বাকি তিনজন পালিয়ে যায়। তাদের বাড়ি সোনাইমুড়ি উপজেলার আমকি বাজার বলে জানায় এলাকাবাসী। তারা দুজন সহোদর।
উল্লেখ্য, সম্প্রতি তাদের বাবা মৃত লোকমান মিয়াও ডাকাতি করতে গিয়ে এলাকাবাসীর হাতে গণপিটুনিতে মারা যায়।