দিনে দুপুরে আইনজীবীর বাসায় ডাকাতি!
দিনে দুপুরে রাজধানীর সূত্রাপুর এলাকায় এক আইনজীবীর বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অজ বুধবার (১৪ আগস্ট) আইনজীবী নুরুন্নাহান রিনুর বাসায় এই ডাকাতির ঘটনা ঘটেছে।
এদিন সকাল থেকে আইনজীবী নুরুন্নাহার রিনু আদালতে কর্মব্যস্ত ছিলেন। দুপুরে তিনি বাসায় গেলে দেখেন বাসার তালা ভাঙ্গা। এরপরে ভিতরে গিয়ে দেখেন তার বাসায় ১৫ ভরি স্বর্ণ, ল্যাপটপ, নগদ ৩০ হাজার টাকাসহ আরও অনেক কিছু ডাকাতি করে নিয়ে যায়।
এ বিষয়ে আইনজীবী নুরুন্নাহান রিনু এনটিভি অনলাইনকে বলেন, সূত্রাপুর থানায় এ বিষয়ে জানালে টহল টিম ঘটনাস্থলে এসে দেখে যান। এরপরে ভিডিও ফুটেজে দেখা গেছে পাঁচজন ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ এবিষয়ে মামলা করার জন্য পরামর্শ দিয়েছেন।