বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহত শিক্ষার্থীদের উদ্দেশে বিমানবাহিনীর দোয়া
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত এবং আহত শিক্ষার্থীদের উদ্দেশে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া করেছেন বিমানবাহিনী। আজ মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর বিএএফ শাহীন কলেজর শাহীন হলে এ দোয়া অনুষ্ঠান হয়। এ সময় ওই কলেজের শিক্ষার্থী শহীদ শাফিক উদ্দিন আহম্মেদ আহনাফ স্মরণে শ্রদ্ধাজ্ঞাপন ও দোয়া অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিমানবাহিনীর ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার। এ ছাড়া অনুষ্ঠানে কলেজ অধ্যক্ষ ও উপাধ্যক্ষরাসহ সব শিক্ষক ও শিক্ষার্থী এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৪ আগস্ট গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএএফ শাহীন কলেজ ঢাকার একাদশ শ্রেণির ছাত্র আহনাফ। একই দিনে কলেজের প্রাক্তন ছাত্র ইকরামুল হক সাজিদ মাথায় গুলিবিদ্ধ হয় এবং পরবর্তীতে ঢাকা সিএমএইচ-এ ১৪ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শ্রদ্ধাজ্ঞাপন অনুষ্ঠানে শহীদ আহনাফ ও সাজিদকে অকুতোভয় বীর হিসেবে উল্লেখ করে কলেজ অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কায়সুল হাসান বলেন, ভবিষ্যতে তাদের এই আত্মত্যাগ সব শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার প্রেরণা যোগাবে।
অনুষ্ঠানে শহীদ আহনাফের মা বলেন, আহনাফ সবসময় চাইতো আবু সাইদ ও মুগ্ধের মতো দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে। আজ এখানে ওর বন্ধুরা আছে কিন্তু আহনাফ নেই। আমার ছেলের জন্য আমার যেমন গর্ব হচ্ছে, তেমনি কষ্টে বুক ফেটে যাচ্ছে।
প্রধান অতিথি মো. শরীফ উদ্দীন বলেন, আহনাফের স্মরণে কলেজ প্রাঙ্গণে একটি স্মৃতিস্তম্ভ স্থাপনসহ আহনাফের মৃত্যু দিবসকে আহনাফ দিবস হিসেবে কলেজে উদ্যাপনের ঘোষণা দেন। এ ছাড়া আহনাফের ছোট ভাইয়ের বিএএফ শাহীন কলেজ ঢাকায় বিনা বেতনে পড়াশুনার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।
অনুষ্ঠানে শহীদ আহনাফ ও শহীদ সাজিদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। অনুষ্ঠান শেষে শহীদ পরিবারের হাতে আর্থিক অনুদানস্বরূপ চেক হস্তান্তর করা হয়।