গাজীপুর প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
গাজীপুর প্রেসক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৪-২০২৫) দায়িত্ব গ্রহণ করেছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর নতুন কমিটির কাছে চলতি কমিটির দায়িত্ব হস্তান্তর এবং নতুন কমিটির শপথ অনুষ্ঠিত হয়।
কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল ইসলাম।
ক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান টিটুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আনোয়ারুল কবির, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন, সিনিয়র সহসভাপতি দেলোয়ার হোসেন, সাবেক সভাপতি মুজিবুর রহমান, খায়রুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিনিয়র সদস্য আনিল চন্দ্র মণ্ডল, শরিফ আহমেদ শামীম, ফারদিন ফেরদৌস প্রমুখ।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ জাকির হাসান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. এরশাদ মিয়া ও সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক তৌহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।