আ.লীগের সময় পুরো শাসন ব্যবস্থা ছিল ফ্যাসিবাদী : আদিলুর
অন্তর্বর্তী সরকারের শিল্প, গণপূর্ত ও গৃহায়ণ উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, জুলাই ও আগস্ট মাসের গণহত্যার বিরুদ্ধে ছাত্র-জনতা রুখে দাঁড়িয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদের পতন হয়েছে। আওয়ামী লীগের সময় শুধু শাসন না, পুরো শাসন ব্যবস্থাটাই ছিল ফ্যাসিবাদী। আজ শুক্রবার (২৩ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ যেন ফিরে না আসে সে লক্ষ্যে সংস্কার চলছে। চেষ্টা চলছে যত দ্রুত সংস্কার করতে পারি। এরপর একটি নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর হবে।
আদিলুর রহমান খান বলেন, ‘এমনভাবে সংস্কার করতে হবে যেন, স্থানীয় থেকে জাতীয় পর্যন্ত একটি গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে; অন্যায়, অবিচার ও মানবাধিকার লঙ্ঘনের অবসান হয়। আমাদের ওপর যারা অত্যাচার করেছে, তাদেরও যেন মানবাধিকার নিশ্চিত হয়। আমরা তাদের ওপর অত্যাচার করতে পারব না। নয়তো আমরা ভুল করে ফেলব।’
এসময় আড়িয়াল বিল দখল ও ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, বালু ফেলে আড়িয়াল বিল দখল করা হয়েছে। আর ডিজিটাল আইনসহ বিভিন্ন আইন পর্যালোচনা করা হচ্ছে।
এর আগে সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সীগঞ্জে নিহতদের বাড়িতে উপস্থিত হয়ে স্বজনদের খোঁজ নেন শিল্প উপদেষ্টা। এ সময় তিনি যেকোনো পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।