প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এক দিনের বেতন জমা দিলেন বিজিবির সদস্যরা
বন্যার্তদের সহায়তায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা এক দিনের বেতন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিলে জমা দিয়েছেন। আজ শুক্রবার (২৩ আগস্ট) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় এই তথ্য জানানো হয়েছে।
দেশের ফেনী, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় এরইমধ্যে লাখো পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সাহায্যের জন্য মানবতার সেবায় কাজ করছে বিজিবি। তারা উদ্ধার কাজের সঙ্গে সঙ্গে এবার এক দিনের বেতনের অর্থ সহায়তা দিয়ে বন্যার্তদের পাশে দাঁড়ালেন আজ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসানের দেওয়া তথ্যমতে, আজ দুপুর পর্যন্ত দেশের ১১ জেলায় বন্যায় ৪৪ লাখ ৯৭ হাজার ৫৩৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ৭৭টি উপজেলার ৫৮৪টি ইউনিয়ন ও পৌরসভা বন্যা প্লাবিত হয়ে মারা গেছে ১৩ জন।
এমন দিনে বিভিন্ন জেলায় এখনও অনেক বয়স্ক ও শিশুরা নানাভাবে দুর্যোগে ঘেরাও হয়ে আছে। পানিবন্দি এসব মানুষকে উদ্ধারে বিভিন্ন বাহিনী, সংস্থা, প্রতিষ্ঠান ছাড়াও সাধারণ মানুষ ও অন্যান্য জেলা থেকে সেখানে যাওয়া স্বেচ্ছাসেবকরা কাজ করছেন। পাশাপাশি বন্যার্তদের শুকনো খাবার, পানীয়, স্যালাইন ও ওষুধ দিয়ে সহযোগিতা করছেন।