চিকিৎসাধীন ছাত্র-জনতার শয্যাপাশে বিএনপিনেতা দেওয়ান সালাউদ্দিন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহতরা এখনও কাতরাচ্ছেন হাসপাতালের বেডে। প্রাণে বেঁচে গেলেও অনেককে পঙ্গুত্ব বরণ করতে হবে বলে আশঙ্কা চিকিৎসকদের। বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে কেবল এনাম মেডিকেল কলেজ হাসপাতালেই চিকিৎসা নেয় ২৪৪ জন। এদের মধ্যে এখনও এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ২০ জন।
গতকাল মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন গুলিবিদ্ধ ছাত্র-জনতার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্রীয় কমিটির পরিবার কল্যাণবিষয়ক সহসম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু।
বিএনপিনেতা দেওয়ান সালাউদ্দিন বাবু চিকিৎসাধীন রোগীদের পরিবারের খোঁজখবর নেন এবং তাদের দ্রুত সু্স্থতা কামনা করেন। এ সময় তার সঙ্গে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাভারে এ পর্যন্ত মারা গেছেন ৭০ জন। গত ৫ আগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির দিনেই পুলিশের গুলিতে মারা যান ৫৫ জন।