শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে বাংলাদেশ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা বাড়ছে। এমন পরিস্থিতিতে তাকে ভারত থেকে ফেরত চাওয়া হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। ঢাকায় রয়টার্স টেলিভিশনকে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাতকারের বরাতে এমন তথ্য জানিয়েছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম।
দ্য হিন্দু, লাইভ মিন্ট, ফার্স্টপোস্ট, ইন্ডিয়া ডট কম তাদের প্রতিবেদনে জানিয়েছে ওই সাক্ষাৎকারে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মাদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা দায়ের হয়েছে। তাই তাকে বিচারের মুখোমুখি করতে ফেরত চাওয়া হতে পারে। তিনি বলেন, ‘শেখ হাসিনার দিল্লিতে থাকা, ভারতে থাকা… প্রশ্ন আসে যে তার বিরুদ্ধে অনেক মামলা হয়েছে। এ নিয়ে উত্তর দেওয়ার উপযুক্ত ব্যক্তি আমি নই। তবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় থেকে যদি হাসিনাকে ফেরত চাইতে অনুরোধ আসে, তাহলে আমাদের ভারতের কাছে হাসিনাকে ফেরত চাইতে হবে।’
তৌহিদ হোসেন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনাকে চাওয়া হলে ভারত বিব্রতকর অবস্থায় পড়বে। আমি মনে করি, ভারত সরকার এ সম্পর্কে জানে এবং আমি নিশ্চিত এ বিষয়টি তারা বিবেচনায় রাখবে।’
ছাত্র-জনতার গণবিপ্লবের মুখে ক্ষমতা ছেড়ে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতেই আছেন। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধসহ বিভিন্ন জায়গায় শতাধিক হত্যা মামলা হয়েছে।