ওমরাহ যাত্রীর বেশে পালাতে গিয়ে গ্রেপ্তার ইয়াবা সম্রাট বদির ক্যাশিয়ার
ইয়াবা সম্রাট আব্দুর রহমান বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিন সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ থেকে পালাচ্ছিলেন তিনি। আজ সোমবার (২ সেপ্টেম্বর) এই তথ্য জানায় র্যাব-৯।
র্যাব-৯ জানিয়েছে, কক্সবাজারের উখিয়াতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত অন্যতম মূলহোতা ইয়াবা সম্রাট বদির ক্যাশিয়ার সালাহ উদ্দিন ওমরাহ যাত্রীর ছদ্মবেশে দেশ ছেড়ে পালাচ্ছিলেন। তিনি বিমানেও উঠেছিলেন। সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরের রানওয়েতে থাকা একটি বিমান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।