আশুলিয়ার শিল্পাঞ্চলে কড়া নিরাপত্তা, আট কারখানায় ছুটি
কড়া নিরাপত্তার মধ্যে আজ রোববার (৮ সেপ্টেম্বর) কলকারখানা খুলেছে আশুলিয়া শিল্পাঞ্চলে। তবে হাজিরা দিয়ে কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে বিক্ষোভ করেছে বেশ কয়েকটি বড় কারখানার শ্রমিকরা।
প্রায় এক হাজার ৮০০ শিল্প কারখানা অধ্যুষিত আশুলিয়া শিল্পাঞ্চলেই রয়েছে দেশের বৃহৎ সব তৈরি পোশাক কারখানা। সকাল থেকে হা-মীম গ্রুপের শ্রমিকরা কারখানায় ঢুকে নিয়মিত হাজিরা দিয়েই শুরু করেন কর্মবিরতি। তাদের অনুসরণ করে আল মুসলিম, নিউ এইজ, জেনারেশন নেক্সট, ইয়াগি, অরুনিমা ও ইকুরিয়া নামের তৈরি পোশাক কারখানার শ্রমিকরাও কাজ বন্ধ রেখে কারখানার অভ্যন্তরে বিক্ষোভে শামিল হন।
এমন পরিস্থিতিতে শ্রমিকরা কারখানা ছেড়ে বেরিয়ে গেলে অন্য শিল্প কারখানাগুলোতেও এর প্রভাব পড়বে বলে জানিয়েছে শিল্প পুলিশ। পরিস্থিতির অবনতির আশঙ্কায় নিউ এইজ, টোয়েন্টিওয়ান অ্যাপারেলসসহ আটটি কারখানায় ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।
শিল্পাঞ্চল আশুলিয়ার কারখানাগুলোর নিরাপত্তায় আজও দেখা গেছে সেনাবাহিনীর সাঁজোয়া যান, র্যাবের রায়ট কার ও পুলিশের জলকামান। শিল্পাঞ্চলজুড়ে পুলিশ, আমর্ড পুলিশ, শিল্প পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
এদিকে, চলমান অস্থিরতার মুখে ভারতীয় মালিকানাধীন তৈরি পোশাক কারখানা পার্ল গ্রুপ আজও বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। বিজিএমইএ বলছে, পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করতে বহিরাগত চক্র দীর্ঘদিন ধরেই নানা ধরনের তৎপরতা চালিয়ে আসছে। তাদের শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।