দেশ গড়ার সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের কোনো ভবিষ্যৎ থাকবে না : প্রধান উপদেষ্টা
অন্তর্বতী সরকারের উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, অগণিত ছাত্র-জনতার রক্তের বিনিময়ে বর্তমানে দেশ গড়ার যে সুযোগ এসেছে, বাংলাদেশের জন্ম থেকে এ সুযোগ আর আসেনি। এ সুযোগ তোমরা আমাদের হাতে তুলে দিয়েছ। এ সুযোগ যেন হাতছাড়া না হয়। এ সুযোগ হাতছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যত থাকবে না। এটা কোনো আর রাষ্ট্র থাকবে না। কাজেই এটা যেন কোনো রাষ্ট্র নয়, পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিচিত করতে হবে।
প্রধান উপদেষ্টা আজ রোববার (৮ সেপ্টেম্বর) তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয় ও কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন। এ সময় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রেজওয়ানা হাসান, তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া উপস্থিত ছিলেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় থেকেই অগণিত ছাত্র-জনতা প্রাণ ঝরিয়েছে। হাসপাতালগুলোতে আহতদের কাছে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। তারা যে স্বপ্নের বাংলাদেশ গড়ার জন্য রক্ত দিয়েছে আমরা তা গড়বোই। আমাদের যোগ্যতা না থাকতে পারে, জ্ঞান না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা আছে। আমরা এটা করবই।
প্রধান উপদেষ্টা বলেন, ‘ছাত্র-জনতার আকাঙ্ক্ষার যে স্বপ্নের বাংলাদেশ গড়ার কাজ শুরু হয়েছে, তা শেষ না হওয়া পর্যন্ত তোমরা এর থেকে বেরিয়ে যেও না।’ তিনি এই স্বপ্ন বাস্তবায়নে ছাত্রদের সার্বক্ষণিক কাজ করে যাওয়ার আহ্বান জানান।
অধ্যাপক ইউনূস গত ১৫ বছরের অপশাসনের কথা স্মরণ করে শিক্ষার্থীদের বলেন, ‘এতদিন তারা চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নের মধ্যে ছিল এবং আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিল। এরা কি এখন চুপচুপ বসে থাকবে। না, তারা খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে ঢুকিয়ে দেওয়ার। চেষ্টার কোনো ত্রুটি রাখবে না। কাজেই যে কাজ শুরু করেছ, তা সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না।’