আসুন, কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি : তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশগঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন, আসুন, সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ মন্তব্য করেন।
বাংলাদেশে মাফিয়া শাসন চালু ছিল উল্লেখ করে তারেক রহমান বলেন, প্রিয় দেশবাসী এই মাফিয়াচক্র দেশকে সম্পূর্ণ রূপে ভঙুর করে দিয়েছিল। দেশকে আমদানিনির্ভর ও পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করেছিল। মাফিয়াচক্র দেশের ব্যাংকগুলো পর্যন্ত দেউলিয়া করে দিয়েছি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার হাত বদল নয়। ক্ষমতার পরিবর্তন মানে, রাষ্ট্র এবং রাজনীতির গুণগত পরিবর্তন। তাই প্রতিটি রাজনীতিকের মনে রাখা প্রয়োজন, রাজনৈতিক গুণগত পরিবর্তনের জন্য রাজনৈতিক নেতাদের আচরণগত গুণগত পরিবর্তন প্রয়োজন।
বাংলাদেশের পক্ষের শক্তিকে আরও পথ পাড়ি দিতে হবে জানিয়ে তারেক রহমান বলেন, সেই পথ হবে, ধৈর্য ও সহনশীলতার। সব শেষে বলতে চাই, নির্বাচনি রোডম্যাপে উঠবে প্রিয় বাংলাদেশ। সুতরাং আসুন, আমরা সবাই কাজের মাধ্যমে জনগণের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করি। জনগণকে সঙ্গে রাখি, সঙ্গে থাকি।