অটোরিকশাচালককে হত্যায় কারাগারে সাবেক এমপি জর্জ
রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনিকে গুলি করে হত্যার মামলায় কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সেলিম আলতাফ জর্জকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিব এই আদেশ দেন।
এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আলতাফ হোসেন সাবেক সংসদ সদস্য জর্জকে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন। নথি থেকে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর সেলিম আলতাফ জর্জের তিন দিন এবং ২১ সেপ্টেম্বর দুই দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
আরজি থেকে জানা গেছে, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুপুর ১টার দিকে মোহাম্মদপুর থানার নূরজাহান রোডে প্রাথমিক বিদ্যালয়ের সামনে গুলিবিদ্ধ হন রনি। তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় তার মা মোহাম্মদপুর থানায় একটি হত্যা মামলা করেন।