বন্ধুকে পেয়ে খুশি ড. ইউনূস
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ঢাকায় তার পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে তিনি ‘খুব খুশি’। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক সংক্ষিপ্ত এক বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
বৈঠক শেষে অধ্যাপক ইউনূস বলেন, ‘ঢাকায় পুরনো বন্ধুকে স্বাগত জানাতে পেরে খুব খুশি।’
বৈঠকে অধ্যাপক ইউনূস ছাত্র নেতৃত্বাধীন বিপ্লব, ছাত্র ও জনগণের আত্মত্যাগ এবং বিগত সরকার কর্তৃক সংঘটিত গণহত্যার বিষয় তুলে ধরেন। প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয় এবং দেশটির নেতাদের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্কের বিষয়টিও উল্লেখ করেন।
প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম একই গাড়িতে চড়ে দ্বিপাক্ষিক বৈঠকের ভেন্যুতে যান, যা তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বের প্রকাশ।
সংক্ষিপ্ত সফরে আজ শুক্রবার দুপুর ২টার দিকে ঢাকায় পৌঁছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আগস্টে অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর তিনিই প্রথম কোনো বিদেশি সরকারপ্রধান ঢাকা সফর করছেন।