ভারতীয় ঢলে শেরপুরের ২০ গ্রাম প্লাবিত
রাতভর ভারী বর্ষণ ও ভারতের উজান থেকে পাহাড়ি ঢলে শেরপুরের অন্তত ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত ভারী বর্ষণ ও ভারতীয় ঢলের কারণে জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার এসব গ্রাম প্লাবিত হয়।
শুক্রবার সকাল পর্যন্ত ভারী বর্ষণ অব্যাহত থাকায় এবং ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে ঝিনাইগাতী উপজেলার মহারশী নদীর ভাঙা বাঁধের অংশ দিয়ে এসব গ্রামে পানি প্রবেশ করে। এতে আকস্মিক বন্যার সৃষ্টি হয়। এছাড়া সকালে ঝিনাইগাতী উপজেলা শহরেও পানি ওঠে। শেষ খবর পাওয়া পর্যন্ত ঝিনাইগাতী শহর থেকে পানি নেমে গেলেও নালিতাবাড়ী উপজেলার চেল্লাখালি নদীর বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে।
জেলা পানি উন্নয়ন বোর্ডের সবশেষ তথ্য অনুযায়ী, জেলার ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নালিতাবাড়ীর চেল্লাখালি নদী ও ভোগাই নদের পানিও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ঝিনাইগাতীর মহারশী নদ ও সোমেশ্বরী নদীর পানিও প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে।
জেলা প্রশাসক (ডিসি) তরফদার মাহমুদুর রহমান জানান, আকস্মিক বন্যায় দুটি উপজেলার কিছু অঞ্চল প্লাবিত হয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন এসব অঞ্চলের মানুষদের দুর্ভোগ নিরসনে চেষ্টা করছে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।