মোমবাতির আগুনে পুড়ল বান্দরবানের ৪ দোকান
বান্দরবানের ওয়াইজংশন এলাকায় চারটি দোকান আগুনে পুড়ে গেছে। আজ শুক্রবার (৪ অক্টোবর) রাতে পৌনে ৮টার দিকে রুমা-থানচি সড়কের ওয়াইজংশন এলাকায় এ ঘটনা ঘটে।
বান্দরবান ফায়ার সার্ভিসের পরিদর্শক ইফতেখার উদ্দিন আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, একটি দোকানের মোমবাতির আগুন থেকেই আগুনের সূত্রপাত। মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে আগুন। খবর পেয়ে বান্দরবান ও রুমা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
আগুনে চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে ক্ষতিগ্রস্তরা সকলেই বাঙালি। আগুন নেভাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আশপাশের আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ লাখ টাকা ছাড়িয়ে যাবে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের।
ফায়ার সার্ভিসের পরিদর্শক ইফতেখার উদ্দিন জানান, এটি কোনো ধরনের নাশকতা নয়। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।