পার্বত্য জেলায় ২৪ দিন ভ্রমণ না করার পরামর্শ
নিরাপত্তাজনিত কারণে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ২৪ দিন ভ্রমণ করা থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে প্রশাসন। আগামী ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা ভ্রমণে পর্যটকদের এমন পরামর্শ দিয়েছে তারা।
আজ রোববার (৬ অক্টোবর) বিকেল ৪টায় এক বার্তায় বান্দরবান জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন জানান, অনিবার্য কারণবশত আগামী ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান ভ্রমণে ইচ্ছুক সব পর্যটককে বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। নিরাপত্তাজনিত কারণেই সরকারের এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদিও বলা হচ্ছে—এমন সিদ্ধান্তে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলো। মালিক কর্তৃপক্ষরা এমন দাবি করেছে। হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবকে ঘিরে বান্দরবান জেলায় আবাসিক হোটেল, মোটেল ও রিসোর্টগুলোতে ১০ থেকে ১৩ তারিখ পর্যন্ত টানা বুকিং ছিল পর্যটকদের। ভ্রমণের জন্য ট্যুরিস্ট গাড়িও আগাম বুকিং করেছিল তারা।
জেলা আবাসিক হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো জসিম উদ্দিন বলেন, সরকারের সিদ্ধান্তকে আমরা সাদুবাদ জানাই। কিন্তু পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা হচ্ছে এই অঞ্চলের অর্থনৈতিক চালিকা শক্তি। তিনি আরও বলেন, শারদীয় দুর্গোৎসবকে ঘিরে এবার বান্দরবানে পর্যটকদের ঢল নামার মতো বুকিং হয়েছিল। হঠাৎ নিষেধাজ্ঞায় আমাদের আশার আলোয় মেঘের ঘনঘটা নেমে এসেছে। সব কিছু বিবেচনায় নিয়ে সরকারকে পর্যটন শিল্প রক্ষায় জরুরি প্রদক্ষেপ নেওয়ার দাবি জানাচ্ছি।