গাইবান্ধায় মণ্ডপে মণ্ডপে চলছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতি
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধায় চলছে জোর প্রস্তুতি। প্রতীমা রং করা থেকে শুরু করে মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজকরা। শিল্পীর হাতের নিখুঁত রং ও তুলির আচরে ফুটে উঠছে দেবী দুর্গার প্রতিমা। এ বছর জেলার সাত উপজেলা ও চারটি পৌরসভায় মোট ৫৫৩টি মন্দিরে দুর্গাপূজা হবে। তাই শেষ মুহূর্তে প্রতিমার কাজে ব্যস্ত সময় পাড় করছেন কারিগররা।
জেলার বিভিন্ন উপজেলার পুজা মণ্ডপের সামনের রাস্তায় তৈরী হয়েছে দৃষ্টিনন্দন তোরণ। এবারের দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন পূজার আয়োজকরা।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি স্থানীয় ব্যবসায়ী অক্ষয় সাহা বলেন, দেশের পরিবর্তিত প্রেক্ষাপটের কারণে প্রথম দিকে আয়োজনে কিছুটা ধীরগতি ছিল। প্রশাসনের আশ্বাসে প্রাণ ফিরে এসেছে পূজার আয়োজন। আশা করি সবার সার্বিক সহযোগিতায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।
একই এলাকার কর্মকারপাড়া সার্বজনীন পূজা কমিটির সদস্য চঞ্চল রায় বলেন, দুর্গতিনাশিনী দেবী দুর্গার আগমনের সঙ্গে সঙ্গে দেশ থেকে সব হিংসা, হানাহানি ও বৈষম্য দূর হবে। দেশে শান্তি ও স্থিতিশীলতা বিরাজ করবে এমনটাই প্রত্যাশা করছি আমরা।’
গাইবান্ধার পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে করার জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পূজা মণ্ডপগুলোতে পুলিশ ও আনসার সদস্যরা কড়া নিরাপত্তার জন্য সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। কোনো অবস্থাতেই নিরাপত্তার বিষয়ে ছাড় দেওয়া হবে না। প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদসহ সব হিন্দু নেতাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।