কুমিল্লায় ঝুঁকিপূর্ণ ভবনে ১২০০ শিক্ষার্থীর পাঠদান
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের তিনটি ভবনে ঝুঁকিপূর্ণ অবস্থায় পাঠদান চলছে। দেয়াল থেকে পলেস্তরা খসে পড়ছে। বড় ফাটল রয়েছে দেয়ালজুড়ে। পাঠ চলাকালীন সময়ে ঝুঁকিতে থাকেন শিক্ষক-শিক্ষার্থীরা।
ব্রাহ্মণপাড়া উপজেলার আশরাফ মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত হয়। তারপর থেকে ভবনটির কোন সংস্কার কাজ হয়নি।
সরেজমিনে দেখা যায়, শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমানে চারটি ভবন রয়েছে৷ তার মধ্যে বিদ্যালয়ের পূর্বপাশের একটি ভবন কিছু দিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে৷ বন্যার পর পর স্কুলের পূর্ব পাশের দুটি ভবনে দেখা দিয়েছে বড় ফাটল৷ ভবনের বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে ইট, বালু ও সিমেন্ট৷ একাধিক শ্রেণিকক্ষ নিচের দিকে ঢেকে গেছে৷ বিভিন্ন কক্ষের মেঝে বিলীন হয়ে গেছে বন্যার পানিতে৷ বৃষ্টি হলে পুরো ভবনের ছাদ দিয়ে পানি পড়ে৷
বিদ্যালয়টিতে বর্তমানে ১২০০ শিক্ষার্থী লেখাপড়া করছে। জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণিকক্ষে আসেন শিক্ষক-শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের তাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য একটি নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মমিনুল হক ভূইয়া জানান, বিদ্যালয়ের চারটি ভবনের মধ্যে একটি কিছু দিন আগে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে৷ বন্যার পর থেকে আরো দুটি ভবনের ভিমে, ছাদে, দেয়ালে ফাটলসহ শ্রেণিকক্ষ নিচের দিকে চলে গেছে৷ প্রতিটি ভবনই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় অনেক বছর ধরে বিদ্যালয় কর্তৃপক্ষ একটি নতুন একাডেমিক ভবনের কথা বলে আসছে। স্থানীয় সংসদ সদস্যসহ অনেকের সাথে যোগাযোগ করেও ডিও লেটার নিয়ে ঘোরাঘুরি করেও কোনো একাডেমিক ভবনের বরাদ্দ পাওয়া যায়নি। জীবনের ঝুঁকি নিয়ে পাঠদান করতে হচ্ছে।