শরীয়তপুরে ইলিশ কম, ক্রেতা বেশি
ইলিশ মাছ ধরা, পরিবহণ ও বিক্রিতে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামীকাল শনিবার (১২ অক্টোবর) দিনগত রাত ১২টা থেকে থেকে। শরীয়তপুরে ইলিশ কিনতে আড়তগুলোতে ছুটছেন ক্রেতারা। অন্যদিকে গত কয়েকদিন ধরে কমেছে ইলিশের সরবরাহ। জেলেদের জালেও ইলিশ ধরা পড়ছে আগের চেয়ে অনেক কম। তবে দাম ভালো থাকায় লাভবান হচ্ছেন জেলেরা।
জেলে ও আড়তদাররা জানান, গত সাত দিন ধরে জেলেদের জালে ইলিশ কম ধরা পড়ছে। এদিকে দুর্গাপূজার কারণে ইলিশের চাহিদা অনেক বেড়েছে। আবার ১২ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য ইলিশ ধরার ওপর নিষেধাজ্ঞা আসায় অনেকেই ইলিশ সংগ্রহ করছেন। আজ শুক্রবার সুরেশ্বর ঘাটে পাইকারি বাজারে উন্মুক্ত ডাকে এক কেজির ইলিশ বিক্রি হয়েছে ২২০০ থেকে ২৪০০ টাকায়। জালে মাছ কম ধরা পড়লেও দাম বেশি থাকায় লাভবান হয়েছেন জেলেরা।