তাঁতীবাজারে পূজামণ্ডপের পেছনে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৪
রাজধানীর তাঁতীবাজার পূজামণ্ডপ এলাকায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা একটি বোতল ছোড়ে, যা দেখে অনেকেই আতঙ্কিত হয়। এমনকি, পুলিশ তাকে পেট্রলবোমা সাদৃশ মনে করলেও তা বিস্ফোরক কি না নিশ্চিত করতে পারেননি ডিএমপির কোতয়ালী থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. এনামুল হাসান।
ওসি এনামুল এনটিভি অনলাইনকে জানান, ছিনতেইয়ের পর ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। তাতে বেশ কজন আহত হয়েছে। এতে সন্দেহভাজন আকাশ (২৩), হৃদয় (২৩) ও জীবন (১৯) নামে তিনজনকে আটক করা হয়েছে।
আজ শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যার দিকে তাঁতীবাজার পূজা মণ্ডপে এ ঘটনা ঘটে। জানা গেছে, তাঁতীবাজার পূজা মণ্ডপের পেছনে তিনজন ছিনতাইকারী এক নারীর স্বর্ণের চেইন ছিনতাই করার সময় ধরে ফেলার চেষ্টা করলে তারা চারজনকে ছুরিকাঘাত করে। এর আগে ছিনতাইকারীরা একটি বোতল নিক্ষেপ করে।
বোতল বিস্ফোরক কি না, জানতে চাইলে ওসি বলেন, সেটি বিস্ফোরিত হয়নি। তার মধ্যে আসলে পেট্রল নাকি পানি–তা এখনও বলা যাচ্ছে না।