খালেদা জিয়াকে বিকেলে নেওয়া হবে হাসপাতালে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর এভাকেয়ার হাসপাতালে নেওয়া হবে। মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষার জন্য আজ সোমবার (১৪ অক্টোবর) বিকেল ৫টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশে রওনা দেবেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।