চট্টগ্রাম শিক্ষাবোর্ডে পাসের হার ৭০ দশমিক ৩২
চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৩২ শতাংশ। যা গত বছরের চেয়ে ৪ দশমিক ১৩ শতাংশ কম। তবে বেড়েছে জিপিএ ৫-এর সংখ্যা। ১০ হাজার ২৬৯ জন শিক্ষার্থী এবার জিপিএ ৫ পেয়েছে।
চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান জানান, এবারের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া এক লাখ ৬ হাজার ২৯৮ শিক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭৪ হাজার ১২৫ জন। এ ছাড়া, এবার ২৮২ কলেজের শিক্ষার্থীদের মধ্যে ১৩টি কলেজের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন।
এবার ফলাফল নিতে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে দেখা যায়নি শিক্ষার্থীদের। ঘরে বসে অনলাইনেই ফল জেনেছে তারা।
চট্টগ্রাম কলেজ প্রাঙ্গণে উপস্থিত কয়েকজন শিক্ষার্থী জানিয়েছেন জুলাইয়ের ছাত্র আন্দোলন, অতিবৃষ্টিসহ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। তাই এমন ফলাফলে সন্তুষ্ট তারা।