বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সবুজ এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ
গত ৪ আগস্ট শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল চলাকালে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন এইচএসসি পরীক্ষার্থী সবুজ মিয়া। আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) তাঁর এইচএসসি পরীক্ষার ফল বেরিয়েছে।
সবুজ শ্রীবরদী সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ ৪ দশমিক ৩৩ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তিনি উপজেলার রূপারপা গ্রামের আজহার আলীর ছেলে।
সবুজের উত্তীর্ণ হওয়ার খবরে পুনরায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারসহ সারা জেলায়। সবুজ গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করেন। মিছিল চলাকালে মিছিলে গাড়ি তুলে দেওয়া হয় এবং সন্ত্রাসীরা গুলি চালায়। এই গুলিতেই নিহত হন সবুজ।
সবুজের পরিবার দরিদ্র হওয়ায় তিনি শ্রীবরদী লঙ্গরপাড়া বাজারে একটি ঔষধের দোকানে কাজ করে জীবিকা নির্বাহ করে সংসার ও নিজের পড়াশোনার খরচ চালাতেন।