প্রশাসনকে দোসরমুক্ত না করলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয় : ডা. রফিক
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, পতিত স্বৈরশাসকের দোসরা দেশকে আবারও অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। রাষ্ট্রের প্রতিটি সেক্টরে এখনও সেই দোসররা ষড়যন্ত্র লিপ্ত। তাই প্রশাসনকে দোসরমুক্ত না করলে রাষ্ট্র সংস্কার সম্ভব নয়।
ডেঙ্গু সচেতনতায় দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির চতুর্থ দিনে গতকাল শনিবার (১৯ অক্টোবর) বিকেলে বায়তুল মোকাররম মসজিদ উত্তর গেট থেকে শুরু করে বিজয়নগর মোড় পর্যন্ত র্যালি, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে ডা. রফিক এসব কথা বলেন।
ডা. রফিক বলেন, আনসার বাহিনীর সচিবালয় দখলের চেষ্টা, পূজামণ্ডপে হামলাসহ বিভিন্ন অযৌক্তিক দাবি নিয়ে রাষ্ট্রকে অকার্যকর করার অপচেষ্টায় পতিত সরকারের দোসররাই মদদ দিচ্ছেন। তিনি বলেন, বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার চক্রান্ত চলছে। মনে রাখতে হবে, ছাত্রজনতার আন্দোলনে দেশের গণতন্ত্র মুক্তি পেলেও ভোটাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এই গণতন্ত্র কখনও পূর্ণাঙ্গ রূপ নেবে না।
ডা. রফিক বলেন, তারেক রহমানের নির্দেশে বিএনপি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সচেতন করার জন্য কাজ করে যাচ্ছে। আমরা এ বিষয়ে ওয়েবসাইট খুলেছি। যে কেউ ডেঙ্গু রোগীকে বাঁচাতে সে ওয়েবসাইটের মাধ্যমে আপনারা রক্ত সংগ্রহ করতে পারবেন এবং রক্ত দিতে পারবেন।