অলি আহমদকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান বিশিষ্টজনেরা
রাষ্ট্রপতি হিসেবে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ড. অলি আহমদকে দেখতে চান বিশিষ্টজনেরা। জাতীয় প্রেসক্লাবের আকরম হলে আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বিকেলে ‘দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিকদের করণীয়’ শীর্ষক সেমিনারে এ দাবি তোলা হয়।
আইডিয়াল বাংলাদেশ আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন লেফটেনেন্ট জেনারেল (অব.) চৌধুরী হাসান সারোয়ার্দী; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর আব্দুল লতিফ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, বাংলাদেশ জাস্টিস পার্টির (বাজাপা সভাপতি ড. সৈয়দ জাভেদ মোহাম্মদ সালেহউদ্দিন, ড. নেয়ামুল বশির, ড. আওরঙ্গজেব বেলাল, আইনজীবী অ্যাডভোকেট আবুল হাসেমসহ আরও অনেকে।
চৌধুরী হাসান সারোয়ার্দী তার বক্তব্যে বলেন, বাংলাদেশ আজ এক মেঘাচ্ছন্ন অন্ধকার সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। জুলাই বিপ্লবের পর জাতি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগ, ভারতে পলায়ন, সেনানিবাসের ভিতরে ৬২৬ জন আওয়ামী দুষ্কৃতকারীর নিরাপদ আশ্রয় ও অনেকের পলায়নসহ গুরুত্বপূর্ণ বিষয়ে একটি শ্বেতপত্র আশা করেছিল। ওই সময় দেশে তিন দিন কোনো সরকার ছিল না। রাষ্ট্রপতি ও সেনাবাহিনী সব নিয়ন্ত্রণ করেছেন। কিন্তু জনগণকে অন্ধকারে রাখা হয়েছে। সম্প্রতি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, তার কাছে সাবেক প্রধানমন্ত্রীর কোনো পদত্যাগপত্র আসেনি। অথচ তিনি নতুন অন্তর্বর্তী সরকারের শপথ করালেন এবং তার আগে জাতিকে জানালেন সাবেক প্রধানমন্ত্রী তার কাছে পদত্যাগপত্র দিয়েছেন। একজন রাষ্ট্রপতির এই মিথ্যাচার শপথভঙ্গের শামিল। শপথ ভঙ্গের দায়ে তার অপসারণ এখন সময়ের দাবি।
চৌধুরী হাসান সারোয়ার্দী আর বলেন, অবিলম্বে বর্তমান আওয়ামী ফ্যাসিস্ট সরকারের প্রেসিডেন্টকে অপসারণ করা হোক। তার স্থলাভিসিক্ত করা হোক মুক্তিযুদ্ধের কিংবদন্তি, প্রথম বিদ্রোহকারী মুক্তিযোদ্ধা, সাহসী, সৎ, পরীক্ষিত রাজনীতিবিদ, সাংগঠনিক কাজে দক্ষ, গণমানুষের প্রিয় নেতা, যিনি আমাদের ছেড়ে বিপদে সরে পড়বেন না, প্রথম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা কর্নেল (অব.) অলি আহমদকে।
রাষ্ট্রের বর্তমান পরিস্থিতি ও নাগরিকদের করণীয় শীর্ষক সেমিনারে প্রবন্ধ পাঠ করেন মিডিয়া ব্যক্তিত্ব ফারজানা ব্রাউনিয়া।