ভর্তুকি মূল্যে সবজি বিক্রি করছে মন্দির কমিটি
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। তাদের দুর্ভোগ লাঘব ও বাজার নিয়ন্ত্রণে রাখার লক্ষ্যে- জয়পুরহাটে ভর্তুকি মূল্যে সবজি বিক্রি শুরু করেছে জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির কমিটি।
আজ রোববার (২৭ অক্টোবর) দুপুর আড়াইটা থেকে শহরের প্রধান ডাকঘর সংলগ্ন জেলা সার্বজনীন কেন্দ্রীয় শিব মন্দির প্রাঙ্গণে মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাজকুমার খেতান রাজিয়ার উদ্যোগে এ সবজি বিক্রি কার্যক্রম শুরু হয়েছে।
এ সবজি বিক্রয় কেন্দ্র থেকে ক্রেতাদের প্রতি অনুরোধ জানিয়ে বলা হয়েছে ‘আপনার পরিবারের যতটুকু প্রয়োজন তত টুকুই কিনুন এবং অন্যদেরও কেনার সুযোগ করে দিন। প্রতিদিনের বাজার প্রতিদিন করুন।'
এ সবজি বাজার সর্বসাধারণের জন্য উন্মুক্ত। যত দিন বাজার পরিস্থিতি স্বাভাবিক না হবে, তত দিন এ সবজি বিক্রয় কার্যক্রম চলমান থাকবে।
এ সবজি বিক্রয় কেন্দ্রে স্থানীয় বাজারের চাইতে অপেক্ষাকৃত কম মূল্যে যেমন- আলু, বেগুন, পটল, বাঁধাকপি, ফুলকপি, কচু, মূলা, ঢেঁড়স, শসা, করলা প্রতি কেজি ৩০ টাকা, সিম, টমেটো, গাজর ও কাঁচামরিচ ৯০ টাকা কেজি, পেঁপে ও ঝিঙে ১০ টাকা কেজি, লাউ প্রতি পিস ১০ টাকা এবং কাঁচা কলা এক হালি (৪টি) ১০ টাকা দরে বিক্রি করা হচ্ছে।
প্রতিদিন দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে এ সবজি বিক্রয় কেন্দ্র।