ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার
চট্টগ্রামের চন্দনাইশে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর মাকে জিম্মি করে হত্যাচেষ্টা চালিয়েছে এক যুবক। পরে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। গতকাল সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার হাশিমপুর ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান আল হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত স্ত্রীর নাম বিউটি আকতার (৩০)।
এ ঘটনায় যুবকের মা শামসুন নাহারকে (৫৩) উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, অভাব অনটনের কারণে মানসিক বিকারগ্রস্থ হয়ে পড়েন জমির উদ্দীন চৌধুরী (৩০)। গতকাল সন্ধ্যার পর তিনি হঠাৎ করে ছুরি নিয়ে নিজ ঘরের ভেতর থেকে দরজা বন্ধ করে প্রথমে স্ত্রী বিউটি আকতারকে জবাই করে হত্যা করেন। তিনি দুই সন্তানের জননী। পরে মা শামসুন নাহারকে গলায় ছুরি ধরে অবরুদ্ধ করে রাখেন। খবর পেয়ে চন্দনাইশ থানার পুলিশ, চন্দনাইশে দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর সদস্য, ফায়ার সার্ভিসের টিম যৌথভাবে অভিযান চালিয়ে দীর্ঘ ৫ ঘণ্টা পর রাত সাড়ে ৯টায় ঘরের দরজা ভেঙে শামসুন নাহারকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় জমিরকেও আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন বলেন, খবর পেয়ে পুলিশ, চন্দনাইশে দায়িত্বরত সেনাবাহিনী ও চন্দনাইশ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। যৌথ চেষ্টায় দীর্ঘ পাঁচ ঘণ্টা পর অবরুদ্ধ শামসুন নাহারকে উদ্ধার করা হয়। পরে জমির উদ্দীনকে আটক করা হয়। নিহত বিউটির মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।