বেনাপোল এক্সপ্রেস থেকে ২১ বোতল এলএসডি জব্দ
কুষ্টিয়ায় যাত্রীবাহি বেনাপোল এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে প্রায় ১১ কোটি টাকার ২১ বোতল এলএসডি (মাদক) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
আজ রোববার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহাবুব মুর্শেদ রহমানের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিত্বে তাঁরা জানতে পারেন বেনাপোল থেকে ছেড়ে আসা বেনাপোল এক্সপ্রেস ট্রেনে এলএসডির একটি বড় চালান ঢাকায় যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়কের দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আজ মিরপুর উপজেলার পোড়াদহ স্টেশনে অবস্থান নেয়। বিকেল সাড়ে ৪টার দিকে পোড়াদহ রেলওয়ে স্টেশনে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে ট্রেনটি থামিয়ে তল্লাশি শুরু করে বিজিবি। তল্লাশির একপর্যায়ে একটি চালের বস্তার ভেতর থেকে মালিকবিহীন অবস্থায় ৫০ এমএলের ২১ বোতল এলএসডি (মাদক) উদ্ধার করা হয়। এ সময় ১৯ পিস ভারতীয় কম্বলও উদ্ধার করে বিজিবি।
উদ্ধার হওয়া এলএসডি ও কম্বলের বাজারমূল্য ১০ কোটি ৯৩ লাখ ১৪ হাজার টাকা। এ বিষয়ে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।