বাসসের পরিচালক হলেন এনটিভির প্রধান বার্তা সম্পাদক ফকরুল আলম কাঞ্চন
সাংবাদিক ফকরুল আলম কাঞ্চন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি জনপ্রিয় বেসরকারি টিভি চ্যানেল এনটিভির প্রধান বার্তা সম্পাদক। আজ রোববার (১০ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক সাংবাদিক আনোয়ার আলদীন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদান করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, অনুযায়ী তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো। এই বোর্ডের অন্য সদস্যরা হলেন— তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস), অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার, পদাধিকার বলে বাসসের প্রধান সম্পাদক ব্যবস্থাপনা পরিচালক, ডেইলি নিউ নেশন সম্পাদক মোকারম হোসাইন, দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন, রংপুরের দৈনিক যুগের আলোর সম্পাদক শিরিন ভরসা, ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিংয়ের ফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ওয়েব ডেভলপার লিড নূরে আলম মাসুদ ও বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ফজলুল হক।