সশস্ত্র বাহিনী দিবসে চাঁদপুরে উন্মুক্ত ছিল বানৌজা ‘শহীদ দৌলত’
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ দৌলত’ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। জাহাজটি শহরের তিন নদীর মোহনার নিকটবর্তী ডাকাতিয়া নদীর বিআইডব্লিউটিএ রকেট ঘাটে অবস্থান করে।
আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যুদ্ধজাহাজটি জনগণের জন্য উন্মুক্ত করে রাখা হয়। এ সময় স্থানীয় নারী-পুরুষ ও শিশুরা জাহাজটি পরিদর্শনে আসে। জাহাজে থাকা কর্মকর্তারা জাহাজের বিভিন্ন অংশের কী ধরনের কাজ তা দর্শনার্থীদের দেখিয়ে দেন।
জাহাজটি দেখতে আসা পুরান বাজারের যুবক শামীম ইসলাম ও মাহমুদুর রহমান বলেন, বিভিন্ন দিবস উপলক্ষে পুরাতন লঞ্চঘাটে যুদ্ধজাহাজ আসে। আজকেও খবর পেয়ে দেখার জন্য এসেছি। জাহাজের বিভিন্ন অংশ ঘুরে দেখে ভালো লেগেছে। তবে জাহাজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত বিষয়টি প্রচার করলে অনেক শিক্ষার্থীর জাহাজটি দেখার সুযোগ হতো।
জাহাজের কমান্ডিং অফিসার কমান্ডার মো. আবু সাঈদ জানান, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে যুদ্ধজাহাজটি উন্মুক্ত করা হয়েছে। চাঁদপুর ছাড়াও দেশের ছয়টি স্থানে যুদ্ধজাহাজ সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। নদীর সীমারেখা রক্ষা, নদীপথে অবৈধ কাজ থেকে বিরত রাখা, চোরা চালান রোধসহ বিভিন্ন অপরাধমূলক কাজ থেকে জনগণকে রক্ষা করাই নৌবাহিনীর কাজ। এসব তথ্য দর্শনার্থীদের কাছে পৌঁছে দেওয়ার জন্য প্রতি বছর নৌবাহিনী সশস্ত্র বাহিনী দিবসে সাধারণ মানুষের জন্য যুদ্ধজাহাজ উন্মুক্ত করা হয়।