ময়মনসিংহে কৃষি পণ্যের গুদামের আগুন নিয়ন্ত্রণে
ময়মনসিংহ মাসকান্দা বিসিক শিল্প নগরীর কৃষি পণ্যের গুদামের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগে বলে জানায় ফায়ার সার্ভিস। দুপুর সাড়ে ১২টার দিকে ফায়ার সার্ভিসের চার ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস আরও জানায়, আগুন নেভাতে কাজ করে তাদের চারটি ইউনিট। ওই গুদাম থেকে কিছুক্ষণ পরপর বিস্ফোড়ণের শব্দ শোনা যাচ্ছে। বিসিক শিল্পনগরী ঢাকা-ময়মনসিংহ সড়কের পাশেই এ ঘটনা হওয়ায় কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে বাসসহ সব ধরনের যানবাহন এবং পথচারীর চলাচল বন্ধ রয়েছে।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের বিভাগীয় উপপরিচালক মতিউর রহমান জানান, সকাল ১০ টা ৪০ মিনিটে তারা আগুনের খবর পান। পরে সদর ও কৃষি বিশ্ববিদ্যালয়সহ চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।