রাজধানীর জেনেভা ক্যাম্পে অভিযান, গ্রেপ্তার ১১
রাজধানীর জেনেভা ক্যাম্পে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ক্যাম্পের বিখ্যাত বোবা বিরিয়ানির মালিক আলতাফের ছেলে ইরফান। আজ শুক্রবার (২৯ নভেম্বর) ভোরে ক্যাম্পে যৌথ অভিযান পরিচালনা করা হয়।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান অভিযান ও গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আলী ইফতেখার হাসান বলেন, যৌথ অভিযানে ১১ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ক্যাম্পের বিখ্যাত বিরিয়ানির দোকান বোবা বিরিয়ানি মালিক আলতাফও মাদক বিক্রি চক্রের অন্যতম হোতা বলে অভিযোগ রয়েছে। সম্প্রতিক সংঘর্ষে সরাসরি আলতাফকে জড়িত থাকতে দেখা গেছে। এ সংক্রান্ত ভিডিও চিত্রও গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এ ছাড়া আলতাফের ছেলে ইরফান ক্যাম্পের চেনাজানা মাদক কারবারিদের একজন। তিনি বিরিয়ানির দোকানের আড়ালে মাদক কারবার চালিয়ে আসছিলেন।
জেনেভা ক্যাম্প সূত্র জানিয়েছে, ইরফান ক্যাম্পের সাবেক ইয়াবা গডফাদার ইশতিয়াকের ম্যানেজার জাবেদের হয়ে মাদক বিক্রি করেন। মাদক বিক্রির জন্য তার নিজস্ব বেশ কয়েকজন সেলসম্যানও রয়েছে বলে অভিযোগ আছে।