থাইল্যান্ড যেতে গিয়ে বিমানবন্দর থেকে ফিরতে হলো সুবর্ণা মুস্তাফাকে
অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার যাওয়ার কথা ছিল থাইল্যান্ডে। যদিও হযরত শাহজালাল আন্তির্জাতিক বিমানবন্দরে থেকে ফেরতে হয়েছে তাকে। আজ শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০টা থেকে বেলা ১১টার দিকে ইমিগ্রেশন পুলিশের ঊর্দ্ধতন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। তবে, তিনি নিজের নাম প্রকাশ করতে চাননি।
এনটিভি অনলাইনকে ওই কর্মকর্তা বলেন, সুবর্ণা মুস্তাফার থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। একটি গোয়েন্দা সংস্থা থেকে আমাদের এ তথ্য জানানো হয়েছিল। বিদেশ যেতে দেওয়ার বিষয়ে তাদের আপত্তি ছিল। সেজন্য আমরা তাকে থাইল্যান্ডে যেতে দেইনি। কিন্তু, তাকে আটকে রাখা হয়নি। তিনি বিমানবন্দর থেকে বের হয়ে নিজের মতো চলে গেছেন।
সুবর্ণা মুস্তাফা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত আছেন দীর্ঘ দিন ধরেই। একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠন করার পর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (এমপি) মনোনীত হন তিনি। ২০১৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত সংরক্ষিত মহিলা আসন-৪-এর সংসদ সদস্য ছিলেন তিনি।