দেশের ১০ ভাগ মানুষ ৮৫ ভাগ সম্পদ ভোগ করছে : শ্বেতপত্র কমিটি
শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে দেশের উন্নয়ন বাজেটের ৪০ শতাংশ অর্থ তছরুপ হয়েছে। সেই সঙ্গে দেশের ১০ শতাংশ মানুষ ৮৫ শতাংশ সম্পদ ভোগ করছে। এমন তথ্য তুলে ধরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি।
আজ সোমবার (২ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে শ্বেতপত্র কমিটির সংবাদ সম্মেলনে ড. দেবপ্রিয় ভট্টাচার্য এ তথ্য জানান।
তীব্র গণআন্দোলনে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলের আর্থিক কেলেঙ্কারি নিয়ে শ্বেতপত্র তৈরি করেছে শ্বেতপত্র কমিটি। গতকাল এ শ্বেতপত্র প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাতে তুলে দেন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের সময়ে গড়ে প্রতি বছর ১৬ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছে বলে কমিটির অনুসন্ধানে উঠে এসেছে।
ড. দেবপ্রিয় বলেন, চামচা পুঁজিবাদ থেকে চোরতন্ত্রে পরিণত হয়েছিল পুরো কাঠামো। এর উৎস ২০১৮ এর নির্বাচন। পরবর্তী সময়ে যে ভোট হয়েছে সেখানে স্বচ্ছতার জায়গা নষ্ট করে দেওয়া হয়েছে। স্থানীয় সরকারের জবাবদিহিতা নষ্ট করা হয়েছে।