এডিসির গাড়ির ধাক্কায় মুয়াজ্জিনের মৃত্যু
নীলফামারীর কিশোরগঞ্জে পঞ্চগড় জেলা প্রশাসনের এডিসির গাড়ির ধাক্কায় নাজমুল ইসলাম (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বড়ভিটা বাজার রাজুর পানের আড়ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল উত্তর বড়ভিটা দলবাড়ি এলাকার মৃত জমসের আলীর ছেলে। তিনি বাজেডুমুরিয়া জামে মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম।
থানা পুলিশ সূত্রে জানা যায়, তিনি বড়ভিটা বাজারের ফয়সাল ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নেওয়ার উদ্দেশে আসছিলেন। রাজুর পানের আড়ত এলাকায় রাস্তা পারাপারের সময় পঞ্চগড়ের এডিসির (শিক্ষা) গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। পরে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক নিহত হন।
ওসি আরও বলেন, নিহত ব্যক্তি অসাবধানতাবশত রাস্তার পশ্চিম দিক থেকে পূর্ব দিকে রাস্তা পারাপারের সময় এডিসির (শিক্ষা) জিপ গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ বিষয়ে নিহতের পরিবার কোনো মামলা করতে আগ্রহী নয়।