চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় ৯ জন কারাগারে
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার নয়জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। অপরদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় আটজনের সাত দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত।
আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট- ৬ আদালতের বিচারক কাজী শরিফুল ইসলাম শুনানির শেষে ৯ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাদী পক্ষের আইনজীবী এম নুরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
কারগারে পাঠানো আসামিরা হলেন আমান দাশ, সুমিত দাশ, নয়ন দাশ, গগন দাশ, বিশাল দাশ, রাজীব ভট্টাচার্য্য, সনু দাশ মেথর, রুমিত দাশ ও দুর্লভ দাশ।
এর আগে নিহত আইনজীবী আলিফের বাবা জামাল উদ্দিন ৩১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ থেকে ১৫ জনকে। গত শুক্রবার রাতে নগরীর কোতোয়ালি থানায় মামলাটি করেন।
অপরদিকে সিএমএম আদালতের বিচারক আবু বকর সিদ্দিক পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার আটজনের সাত দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এরা হলেন পার্থ চক্রবর্তী, অপূর্ব শীল, উজ্জ্বল দাস, জনি দাস, অপু চন্দ্র সাহা, নিলয় দাশ, ধ্রুব দাশ, মো. দেলোয়ার হোসেন ও নুরু।
এদিকে চিন্ময় দাসের জামিনের ওকালতনামায় আইনজীবীদের তোপের মুখে জামিন পিটিশন প্রত্যাহার করেছেন একজন সরকারি কৌসুলি। মহানগর দায়রা জজ আদালতের এপিপি অ্যাডভোকেট নেজামুদ্দিন আসামি পক্ষে জামিনের জন্য ওকালতনামা জমা দেন। এরপর তাঁর পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন আইনজীবীরা।