সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষে তিন জন নিহত
সাভারে প্রাইভেটকারের সাথে বাসের সংঘর্ষে চালকসহ তিনজন নিহত ও আরও দুজন আহত হয়েছেন। আজ সোমবার (২ ডিসেম্বর) বিকেল তিনটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাভারের নগরকোন্ডা এলাকার ইব্রাহিম, বলিয়ারপুরের সাবেক ইউপি সদস্য নাজিমউদ্দীন এবং প্রাইভেটকারের চালক ও গাড়ির মালিক মজিবুর রহমান। আহতরা হলেন শাহাবুদ্দিন ও আব্দুল জলিল।
আশঙ্কাজনক অবস্থায় তাদের এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নিহত নাজিমউদ্দীন মেম্বারের ভাতিজার বিয়ের জন্য মেয়ে দেখে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে প্রাইভেটকারটি। সি লাইন পরিবহণের একটি দূরপাল্লার বাস প্রাইভেটকারটিকে ধাক্কা দেয়। এতে উলটে যায় প্রাইভেটকারটি। এতে প্রাইভেটকারে থাকা পাঁচ জনের মধ্যে ঘটনাস্থলেই তিন জন প্রাণ হারান।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সওগাতুল আলম বলেন, দুর্ঘটনাকবলিত বাসটিকে জব্দ করা হলেও এর চালক ও হেলপার পালিয়েছে। আমরা চালক ও হেলপারকে আইনের আওতায় আনার জন্য কাজ করছি।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া জানান, দুর্ঘটনার পর পর হতাহতের স্বজনরা আহতদের হাসপাতালে এবং নিহতদের মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। এ ব্যাপারে সাভার মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।