৩৩ একর জায়গায় আশিয়ান সিটির কার্যক্রম চালাতে বাধা নেই
আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড রাজধানীর উত্তরা ও বিমানবন্দর সংলগ্ন ৩৩ একর জায়গায় আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রম চালাতে পারবে বলে দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আপিলের রায় পুনর্বিবেচনা চেয়ে করা পৃথক আবেদন (রিভিউ) খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে ওই প্রকল্প নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক আপিল নিষ্পত্তি করে গত বছরের ২২ নভেম্বর রায় দেন আপিল বিভাগ। রায়ে বলা হয়, আশিয়ান ল্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড ৩৩ একর ভূমিতে তাদের প্রকল্পের কার্যক্রম চালানোর অধিকারী।
এই রায় পুনর্বিবেচনা চেয়ে রিট আবেদনকারীপক্ষ ও রাষ্ট্রপক্ষ চলতি বছর পৃথক আবেদন (রিভিউ) করে। শুনানি নিয়ে পৃথক আবেদন খারিজ করে আজ আদেশ দেওয়া হয়। আদালতে রিট আবেদনকারীপক্ষে (রিভিউ আবেদনকারী) শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল। সঙ্গে ছিলেন আইনজীবী এস হাসানুল বান্না।
আশিয়ান সিটির পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আহসানুল করিম। তাঁদের সঙ্গে ছিলেন আইনজীবী রাগীব রউফ চৌধুরী ও মো. হোসনে মোবারক। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ।
আশিয়ান সিটি কর্তৃপক্ষের অন্যতম আইনজীবী রাগীব রউফ চৌধুরী বলেন, ‘রিট আবেদনকারীপক্ষ ও রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আপিল বিভাগের আগের রায় বহাল রয়েছে। ৩৩ একর ভূমিতে আশিয়ান সিটি প্রকল্পের কার্যক্রম চালাতে বাধা নেই।’ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিসাপেক্ষে প্রকল্প সম্প্রসারণ করা যাবে বলে মনে করেন এই আইনজীবী।