ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৭৩৬ মামলা
রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে এক হাজার ৭৩৬টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান চালিয়ে এসব মামলা করা হয়।
আজ বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ছাড়া অভিযানকালে ২৬টি গাড়ি ডাম্পিং ও ৬৭টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।