বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা, একজন নিহত, নিখোঁজ ৩
বরিশালে নোঙর করে থাকা বালুবাহী বাল্কহেডে স্পিডবোটের ধাক্কা লেগে স্পিডবোটটি ডুবে অজ্ঞাতপরিচয় এক পুরুষ যাত্রী নিহত হয়েছেন। এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন।
আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সদর উপজেলার বিশ্বাসের হাট সংলগ্ন কীর্তনখোলা নদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে।
এই তথ্য নিশ্চিত করেছেন বরিশাল সদর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সনাতন চন্দ্র সরকার।
ওসি বলেন, ভোলা থেকে যাত্রী নিয়ে স্পিডবোটটি বরিশাল নৌবন্দরের দিকে আসছিল। স্পিডবোটটি দুর্ঘটনাকবলিত এলাকায় পৌঁছালে নদীতে নোঙর করে থাকা বালুবাহী বাল্কহেডকে ধাক্কা দেয়। এতে স্পিডবোটে থাকা চার যাত্রী নিখোঁজ হন, বাকি চারজন সাঁতরে তীরে উঠেন। এ সময় এলাকাবাসী নিখোঁজদের মধ্যে একজনকে উদ্ধার করে বরিশাল সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের দায়িত্বরত চিকিৎসক ওই যাত্রীকে মৃত ঘোষণা করেন। এখনও তিন যাত্রী নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে পুলিশ।
বিষয়টি ফায়ার সার্ভিসকে জানালেও এই প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত ৮টা) ঘটনাস্থলে কোনো উদ্ধারকারী দল পৌঁছায়নি বলে জানিয়েছেন ওসি।