শেরপুরে বিপুল ভারতীয় জিরা ও কম্বল উদ্ধার সেনাবাহিনীর
শেরপুরের নালিতাবাড়ীতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাপথে আসা জিরা ও কম্বল উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) সেনাবাহিনী অভিযান চালিয়ে এসব জিরা ও কম্বল উদ্ধার করে।
সেনাবাহিনীর থেকে জানানো হয়, গতাল মধ্যরাতের উপজেলার কাকরকান্দি এলাকায় অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শেরপুর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নাহিয়ানের নেতৃত্ব এ অভিযান চালানো হয়। এ সময় একটি কলা বাগানে ভারত থেকে চোরা পথে আনা ৪৫ বস্তা ভারতীয় কম্বল, রুহুল আমিনের গোয়ালঘর থেকে আরো ১০০ বস্তা থেকে মোট ৭২১ পিস কম্বল উদ্ধার করা হয়। পরে সেখানে আরও তল্লাশি চালিয়ে ৩০৫ বস্তা ভারতীয় জিরা উদ্ধার করে সেনাবাহিনী।
এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। তবে চোরাচালানি রহুল আমিনকে আটক করা সম্ভব হয়নি।