৪ বছরের শিশুকে জিম্মি করে প্রবাসীর বাড়িতে ডাকাতি
ফরিদপুরের সালথায় চার বছরের শিশুকে জিম্মি করে মালয়েশিয়া প্রবাসী দুই সহোদরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (৪ ডিসেম্বর) দিনগত রাত ৩টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের পূর্ব সোনাপুর গ্রামের মো. চানু ফকিরের দুই প্রবাসী ছেলে ইয়াছিন ফকির ও রবিউল ফকিরের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতদল টিনের চাল কেটে ঘরে ঢোকে শিশুটিকে জিম্মি করে ফেলে। এরপর ৯ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে সালথা থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত দুই প্রবাসীর মা শিউলী বেগম।
শিউলী বেগম অভিযোগ করে বলেন, আমার দুই ছেলে দীর্ঘদিন ধরে বিদেশে থাকে। গতকাল দিনগত রাত ৩টার দিকে আমাদের ঘরের টিনের চাল কেটে কয়েকজন ডাকাত ঘরে প্রবেশ করে। তারা ঘরে ঢুকে আমার চার বছরের নাতির গলায় চাকু ঠেকিয়ে বলে, চিৎকার করলে ওকে মেরে ফেলব। পরে ডাকাতদলের সদস্যরা বাড়ির সবাইকে জিম্মি করে ঘরে থাকা নগদ চার লাখ টাকা, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনসেট ও চার ভরি স্বর্ণালংকারসহ মালামাল লুট করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য ৯ লাখ টাকা।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে আমিসহ পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ছিলাম। আমরা ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেব।