রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
রাজধানীর খিলগাঁওয়ের মেরাদিয়ায় একটি মাদরাসার নির্মাণাধীন ভবন থেকে নিচে পড়ে কালাম সরদার (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৬ ডিসেম্বর) রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক এ তথ্য জানান।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মেরাদিয়া জামিয়া মাহমুদিয়া এতিমখানা ও মাদরাসায় এ দুর্ঘটনা ঘটে। আহত অবস্থায় কালামকে প্রথমে স্থানীয় ফরাজি হাসপাতাল নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালামের বাড়ি বরিশালের মুলাদি উপজেলার সৈদরগাহ গ্রামে। দুই ছেলেমেয়ে ও স্ত্রী জনি বেগমকে নিয়ে মেরাদিয়া নয়াপাড়া ২ তলা মসজিদ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
নিহতের সহকর্মী মো. দুর্জয় হাসান মৃদুল গণমাধ্যমকে জানান, নয়াপাড়া পানির পাম্প এলাকায় ওই মাদরাসার পুরাতন তিনতলা ভবনের ওপরে নতুন করে আরও কয়েক তলা নির্মাণের কাজ চলছিল। তিনতলার ওপরে ছাদ ঢালাইয়ের জন্য বাঁশ, কাঠ দিয়ে সেন্টারিং করার কাজ হচ্ছিল। সেই বাঁশ, কাঠের সেন্টারিংয়ের ওপর ছিলেন কালাম। তখন সেন্টারিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হন।
ঢামেক ইনচার্জ মো. ফারুক জানান, সন্ধ্যায় খিলগাঁও এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় সহকর্মীরা ওই যুবককে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।