মাগুরায় সাংবাদিকদের ২ দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ
সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাগুরা প্রেসক্লাবের আয়োজনে দুই দিনব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার প্রেসক্লাব মিলনায়তনে ৪০ জন সাংবাদিকের অংশ গ্রহণে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন ক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
মাগুরার সাংবাদিকতার ইতিহাস ও ঐতিহ্য বিষয়ে অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিকতার নীতি-নৈতিকতা ও দায়িত্ব-কর্তব্য বিষয়ে শফিকুল ইসলাম শফিক, সংবাদ সংগ্রহের প্রাথমিক প্রস্তুতি বিষয়ে শরীফ তেহরান আলম টুটুল এবং সংবাদ সংগ্রহের কৌশল ও করণীয় বিষয়ে রূপক আইচ প্রথম দিনে আলোচনা করেন।
আগামীকাল শনিবার সংবাদের প্রকার ও উপস্থাপন বিষয়ে রূপক আইচ, প্রতিবেদন তৈরির কৌশল ও মোবাইল সাংবাদিকতা বিষয়ে শরীফ তেহরান আলম টুটুল এবং সাংবাদিকতা ও তথ্য অধিকার আইন বিষয়ে অ্যাডভোকেট মাসুম বিল্লাহ কলিন্স আলোচনা করবেন।
অংশগ্রহণকারী নবীন সাংবাদিকদের মধ্যে অনেকেই এ ধরনের প্রশিক্ষণকে স্বাগত জানিয়েছেন। সাংবাদিকদের দক্ষতা বাড়াতে আরও কর্মশালার আয়োজন করা হবে বলে প্রেসক্লাব কর্তৃপক্ষ জানিয়েছেন।