কচুরীপানায় লুকিয়েও রক্ষা পেলেন না মাদক ব্যবসায়ী
গাজীপুর জেলার কালিয়াকৈরে মোটরসাইকেল ফেলে মহাসড়কের পাশের বিলে কচুরিপানার মধ্যে লুকিয়েও শেষ রক্ষা হলো না মাদক ব্যবসায়ী যুবকের। প্রায় পৌনে এক ঘণ্টা খোঁজাখুঁজির পর কৌশলে তাঁকে আটক করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব ১-এর সদস্যরা।
আজ শুক্রবার (৬ ডিসেম্বর) র্যাব ১-এর সহকারী পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুবকের কাছ থেকে ১৬২ বোতল ফেন্সিডিল ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ফেনসিডিলের একটি বড় চালান নিয়ে মাদক ব্যবসায়ীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে গাজীপুর জেলার কালিয়াকৈর হয়ে চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছে। এ গোপন সংবাদ পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে র্যাব ১-এর স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ী ক্যাম্পের সদস্যরা কালিয়াকৈরএলাকায় টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশি অভিযান শুরু করে। এ সময় চৌরাস্তাগামী একটি মোটরসাইকেল র্যাবের সিগন্যাল অমান্য করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয় টানসূত্রাপুর এলাকায় ওই মহাসড়কের পাশে মোটরসাইকেল ও ফেনসিডিল ভর্তি ব্যাগ ফেলে পাশের পাওয়ার গ্রিড বিলের মাঝখানে কচুরীপানার মধ্যে লুকিয়ে পড়েন চালক মো. শহিদুল ইসলাম (৩৫)। পরে প্রায় পৌনে এক ঘণ্টা খোঁজাখুঁজি করে র্যাব সদস্যরা কৌশলে ওই কচুরীপানা থেকে তাঁকে খুঁজে পেয়ে আটক করেন। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ১৬২ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।