আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা
সম্মিলিত নারী প্রয়াসের উদ্যোগে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. সাবিনা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন ঢাকা কলেজের অর্থনীতি বিভাগের অধ্যাপক পারভীন সুলতানা হায়দার, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সাবেক মহাপরিচালক অধ্যাপক ইফফাত আরা নার্গিস ও লালমাটিয়া সরকারি মহিলা কলেজের প্রাক্তন সহযোগী অধ্যাপক ড. ফেরদৌস আরা বকুল।
সভায় উপস্থিত দর্শকদের উদ্দেশে ড. সাবিনা ইয়াসমিন বলেন, আর মাত্র তিন দিন পর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। আপনাদের কাছে একটি প্রশ্ন রাখতে চাই, নারী নির্যাতন কি একটি মানবাধিকার লঙ্ঘন নয়? ৪০ বছর ধরে আমরা যতই আন্দোলন করি, যত দিবসই পালন করি না কেন আমাদের অবস্থান কি আসলেই পাল্টে গেছে? আপনাদের কাছে জানতে চাই, কী কী কারণে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন এবং এর প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া যায়।