চাকরি স্থায়ীকরণের দাবিতে আন্দোলনে মিল্কভিটা শ্রমিকরা
চাকরি স্থায়ী করণের দাবিতে মিল্কভিটার মিরপুর কার্যালয়ে আন্দোলনে নেমেছেন দৈনিক মজুরিভিত্তিক শ্রমিকরা। আজ রোববার (৮ ডিসেম্বর) লাগাতার আন্দোলনের ঘোষণা দেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের নেতারা।
বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) মিরপুর কার্যালয়ে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের ব্যানারে মিল্কভিটায় চাকরি স্থায়ী করার দাবিতে এই আন্দোলন করছেন অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া শ্রমিকরা। আজ দুপুরে শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক আ ফ ম সামসুল আলম ফয়েজ ও সদস্য সচিব মো আইয়ুব আলী শিকদার স্বাক্ষরিত দাবি-দাওয়া সংবলিত একটি স্মারকলিপি রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় মিল্কভিটার প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক বরাবর দেওয়া হয়েছে।
আন্দোলনরত শ্রমিকদের দাবি, শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের নিরলস প্রচেষ্টায় মিল্কভিটা বর্তমানে নিট মুনাফা অর্জনে সক্ষম হয়েছে। তারপরও দীর্ঘ ১৮ বছর ধরে তারা বৈষম্যের শিকার, অধিকার বঞ্চিত। বিগত স্বৈরাচারি সরকার তাদের কোনো দাবি-দাওয়া পূরণ করেনি। তাই তাদের বিশ্বাস বর্তমান সরকার শ্রমিক-কর্মচারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ নিবে।
আন্দোলনরত শ্রমিক-কর্মচারীরা দাবি আদায়ে স্মারকলিপিতে ১৫ দিন সময় বেঁধে দিয়িছেন।